মাগো আমায় বলবে না আর
হুতুম প্যাঁচার গল্প ?
তোমায় কাছেই পেয়েছি আমি
জীবনের রূপকল্প ।


তুমিই আমায় শিখিয়েছো মা
বর্ণমালা ধারাপাত ,
রোগে শোকে ব্যর্থতায় মা তুমি
মাথায় রেখেছো হাত ।


মা তোমার আদর ও শাসনে
কাটিয়েছি শিশুকাল .
বন্ধুর মত  ঠিক করে দিলে
যৌবনের সুর তাল ।


সারাজীবন দিয়েই গেলে মা
কি পেলে তা ভাবলেনা ,
যাবার বেলা চুপিচুপি চলে গেলে
কাউকে কষ্ট দিলেনা ।