আঁধার ঘরের মানিক আমার যাসনে আমায় ছেড়ে,
তোরে ঘিরে জীবন সাজাই আমি দিসনে তা তুই ভেঙ্গে ;
কত কষ্ট করে জনম দিলাম প্রশান্তি একটু দে রে,
তুই যদি আমার পাশে থাকিস উঠবে জীবন রেঙ্গে।
শৈশবে তুই ছিলি ওরে আমার বুকের আঁচল তলে,
মা মা বলে ডাকতি যখন তুই ভরতো আমার মন ;
কৈশোরে দুষ্টু হয়ে কষ্ট আমায় দিতিস নানান ছলে,
আমার গৃহের মানিক রে তুই ওরে নাড়ি ছেড়া ধন।


যৌবনে তুই আমায় ছেড়ে গেলি ভাসলি প্রেম নদীতে,
নতুন করে জীবন গড়ে তুই আমায় থাকিস ভুলে ;
হায়রে সোনা মানিক তোরে ছেড়ে ভাসি চোখের জলেতে,
আসবি ফিরে সে আশাতে বসেছি মনের দুয়ার খুলে।


ওরে আমার সোনা মানিক ছেলে কষ্ট আমায় দিসনা,
আয়রে খোকা ডাকছে তোরে মায় দূরে আর থাকিস না।