মনটা আজও অস্থির আমার
মা হারাবার শোকে ,
মায়ের বিরহে কত দুঃখ জ্বালা
জাগে আমার বুকে ।
ছোটবেলার শত শত স্মৃতি
মনের কোনে ভাসে  ,
মা যেন মোর খেলার সাথী
খিলখিলিয়ে হাসে ।
মায়ের সঙ্গে নানুর বাড়ীতে
যেতাম যখন বেড়াতে ,
সবার আদর পেয়ে ঘুরতাম
নানুর বাড়ীর পাড়াতে ।
সেথা পুকুর ঘাটে যেতে চাইলে
মা করতেন রাগ ,
মা নেই আজ কোথায় পাব সে
গভীর অনুরাগ ।
রাত হলে মায়ের গল্প আদরে
ঘুম নামতো চোখে ,
মা নেই আজ , বিপদ এলে বল
নেবে কে টেনে বুকে ?