মহাজ্ঞানী মহাজন আছে একজন ,
প্রতিটি মানব মনে তাঁর বসবাস ;
তাহারে চিনিতে চাও সাদা করো মন ,
অন্ধকার জীবনের টেনে ধরো রাশ ।
এ ধরায় যে করেছে তোমারে সৃজন ,
দিল প্রাণ জল বায়ু বাঁচার রসদ ;
বৃথা খুঁজো তারে সে তো নয় সাধারণ ,
তাঁর ইশারায় গড়া এ বিশ্ব জগত ।


বিবেক জাগ্রত করে রাখিও তোমার ,
মানবের দুঃখ সুখে হাতে হাত রেখো ;
তোমারে মানিবে জ্ঞানী জগত সংসার ,
সকলের মনে তুমি তারা হয়ে থেকো ।
মানব কল্যাণে তুমি প্রাণ করো দান ,
পরকালে পাবে তুমি যোগ্য প্রতিদান ।