মুহাম্মদ বিন কাশেম সে সিন্ধু জয়ের নায়ক ,
সতের বছরের তরুণ হলেন সেনানায়ক ;
রাজা দাহিরের অত্যাচারে প্রজারা ছিল বিক্ষুব্ধ ,
আরব বণিকদের ধরে করতো সে কারারুদ্ধ ।


হেজাজের শাসক হাজ্জাজ ক্ষিপ্ত তার আচরণে ,
তাকে দমাতে মুহাম্মদকে পাঠালেন অভিযানে ;
মুখে তার কোরানের বাণী হাতে খোলা তরবারী ,
দাহিরের হল পরাজয় বিতারিত অত্যাচারী ।


মুক্তির স্বাধ পেল সিন্ধুর আপামর জনগন ,
শোষনের বদলায় প্রজা পেল প্রেম অগণন ;
ইসলামের শান্তির ধারা পেল ভারতের মাটি ,
মানবতার মুক্তির লাগি ইসলাম সত্যি খাঁটি ।
মুহাম্মদ বিন কাশেম যে সত্য ন্যায়ের প্রতীক ,
ইসলাম প্রচারের পথে সে এক যোদ্ধা নির্ভীক ।