কখনও কি দিঘির জলে মনের সুখে নাইতে নেমেছো ?    
বিলের জলে নেমে তুমি শাপলা শালুক তুলে এনেছো ?      
কিংবা তুমি কখনও কি ধানের ক্ষেতে চাষী হয়েছো ?
মাঝি হয়ে নদীর জলে নৌকা ছেড়ে পাল কি তুলেছো ?

রাখালিয়া বাঁশির সুরে কখনও কি বিভোর থেকেছো  ?    
বাউলের গান শুনে তুমি কখনও কি উতল হয়েছো ?
বন জঙ্গল পাহাড় পর্বত আর ফসলের অবারিত মাঠ .
নদী নালা খালে বিলে ভরা সে এক ভালবাসার  হাট ।

ফুল পাখি আর প্রজাপতি মিলেমিশে এক সাথে হাসছে ,
নগর বন্দর কোলাহলময় শিল্পায়নের জোয়ারে ভাসছে ।
প্রকৃতির দান সবুজ শ্যামল ধু ধু প্রান্তর বলো আছে কার ?
সে আমাদের জন্মভূমি মমতার ঠাঁই বাংলাদেশ নাম তার ।


প্রকৃতির দান পেয়ে কে হয় রূপসী তা ভেবে দেখেছো ?
সে আমাদের সোনার বাংলা যাকে এত ভালবেসেছো ।