হে চঞ্চলা কেন তুমি এত মনভোলা !
প্রেমে পড়ে কেন হলে আত্মভোলা ?
দুজনার হৃদয়েতে স্বপ্ন ডানা মেলে
ভালবাসা চায় দুটি মন এক হলে ।
মন নিয়ে কেন তুমি কর হেলা ফেলা,
কখন থামবে তোমার ছলনার খেলা ?
তুমি বিনা মন হয় আমার  উতলা ,
তোমার পরশে প্রেম মনে দেয় দোলা ।


আলেয়ার আলো দূর দিগন্তে মিলায় ,
তোমারে মন দিলে তা তেমনি হারায় ;
সত্যি যদি তুমি ওগো ভালবাস মোরে
ঠাঁই দেও তোমার ঐ উষ্ণ বাহুডোরে ।
ছলাকলা করে কেন এত কষ্ট দাও ?
জানিনা কি মজা তুমি দুঃখ দিয়ে পাও !