মুক্তি চাই রে মুক্তি চাই রে মুক্তি চাই যে আজ,
চারিদিকে চলে এখন ভাঁওতাবাজের রাজ!
একা আমি কেমন করে দশ দিক সামলাই ?
দুর্গা মায়ের মত দশ হাত আমার তো নাই !
আমি কভু করি নাই তো শক্তির বড়াই ,
ঢাল তলোয়ার নেই কেমনে চালাই লড়াই ;
চারিদিকে শয়তান অসুর দিচ্ছে হানা ,
ওদের কত ফন্দি ফিকির যা নেই জানা ।
সঙ্গে নিয়ে মারনাস্ত্র ওরা করে আনাগোনা ,
দুর্বলতা খুঁজে আমায় করছে তুলাধুনা ;
ওদের সাথে লড়াই করার শক্তি আমার নাই,
দুর্বিষহ এই জীবন থেকে মুক্তি আমি চাই ।
ওদের আছে সন্ত্রাসী দল সঙ্গে প্রশাসন ,
প্রতিবাদে পণ করেছি করবো অনশন ;
তাতে ও ওরা দিচ্ছে বাধা করছে নির্যাতন ,
মীরজাফর, উমিচাঁদে ব্যর্থ সকল আয়োজন !