তুমি সেই মহাপুরুষ
যে দিয়েছো বাঙালী কে জেগে ওঠার প্রেরণা ,
তুমি সেই জাতির পিতা
যে দেখিয়েছো পথ খুঁজে পেতে মুক্তির ঠিকানা ।
হাজার বছরের শোষণ বঞ্চনার  
যে জাতি ছিল ম্রিয়মাণ ,
প্রতিবাদের ভাষা ছিল শুধুই
ক্ষুব্ধ অভিমান ;
তুমি তারে দিয়েছো গতি ,
ফুটিয়েছ ফুল অন্তরে রক্তকরবী ,
তোমারই প্রতীক্ষায় ছিল তারা  
কাছে পেয়ে হয়ে ওঠে বিদ্রোহী বিপ্লবী ।
তুমি সেই অনলবর্ষী বক্তা ,
স্বাধীনতার ডাক দিয়ে বলেছিলে জয় বাংলা ;
সে ডাকে জেগেছে বাঙালী দিয়েছে রক্ত,
এলো স্বাধীনতা,দিকে দিকে ধ্বনি ওঠে জয় বাংলা।
তুমি সেই রাষ্ট্রনায়ক
দেশ দরদী অকুতোভয় মহাবীর ,
দেশের লাগিয়া জীবন দিয়েছো
করো নাই নত শির ।
তুমি বাঙালির মুক্তির দূত
আলোময় করে দিলে বাংলার বিভাবরী ,
অশ্রুসিক্ত নয়ন মুদিয়া আজ শুধু
তোমারে স্মরণ করি ।



আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্ম দিন , এই দিনে বঙ্গ বন্ধুর স্মরণে আমার এ সামান্য শ্রদ্ধাঞ্জলী ।