হেমন্তে  ঝিরিঝিরি  হিমেল হাওয়ায়
সোনালী ধানের শীষে ঢেউ খেলে যায় ,
শান্ত স্নিগ্ধ প্রকৃতি আজ কি মধুময় !
ধান কাটার ধুম লাগে গ্রামবাংলায় ।
গোলাভরা ধান নাচে কৃষকের প্রাণ ,
নবান্ন উৎসবে করছে যোগদান ;
আনন্দ উল্লাসে মাতে বাঙ্গালীর মন ,
মনের আনন্দে গায় ভাটিয়ালী গান ।


খাদ্যের অভাবে কাটেনা নির্ঘুম রাত ,
নতুন চালে হবে  পিঠা পায়েস ভাত ;
কৃষক করেছে কাজ রেখে কাধে কাধ ,
নবান্নের দিনে পায় পিঠা পুলি স্বাধ ।
নবান্নে নিমন্ত্রণের হিড়িক পড়েছে ,
নতুন চালের পায়েসে মন ভরেছে ।