জগতে শ্রেষ্ঠ নারীর মান্ পেলো যারা
ফাতিমা তাদের মাঝে সেরা বলে খ‍্যাত ,
পিতার কষ্টে যে নারী ছিল দিশেহারা
রাসূল পিতার প্রতি বিশ্বাসী নিয়ত ।
আরবে তখন ছিল ঘোর অমানিশা
নবীর দুহিতা তিনি স্নেহময়ী কন্যা ,
ইসলামের মহিমা তারে দেয় দিশা
মুসলিম মহীয়সী নারী সে অন্যনা ।


জীবন সঙ্গী হলেন হজরত আলী
জুলফিকার নামের তরবারী যার ,
আরবের বড় যোদ্ধা অতি বলশালী
ফাতিমার কাছে ছিল দৃঢ় অঙ্গীকার ।


কোরানের বাণী শুনে আলোকিত মন,
ফাতেমা ও আলী গড়ে পবিত্র জীবন।



শেক্সপিয়রীয় সনেট