চাঁদের আলোয় জল করে টলমল ,
বাসর রাতে বধূর আঁখি ছলছল ;
বর বেশে যে সে নয় অচেনা পুরুষ ,
তার তরে প্রেম যেন হয় অকলুষ ।


কত দ্বিধা দ্বন্দ্ব থাকে বধূয়ার মনে ,
কিছু তার জমা থাকে অন্তরে গোপনে ;
চমকে চমক জাগে গাঢ় অনুরাগে ,
বারবধূ মন  ভাসে সুপ্ত পূর্ব রাগে ।

যখন কপোলে আঁকে প্রথম চুম্বন ,
বধূয়ার মন ত্বরা হয় উচাটন ;
কামনার বাসনায় প্রেম চমকায় ,
বর কনে মেতে ওঠে আলোর ছটায় ।

নববধূ প্রেমে ভাসে গভীরে শীতল ,
তার বুকে,জাগে সুখ,ফুটে শতদল ।