পৃথিবীর মানচিত্রে ক্ষুদ্র এক দেশ ,
দক্ষিণে তার বইছে বঙ্গোপসাগর  ,
নদ নদী খাল বিল হাওড় বাঁওড় ;
সবুজ শ্যামল শোভা আহা বেশ বেশ ।

আজানের আহবানে ঘুম ভাঙ্গে ভোরে ,
পাখির কূজন শুনে দোলা লাগে প্রাণে ,
অপরূপ রূপ তার প্রকৃতির দানে ;
ফুলের বাগানে কত প্রজাপতি ওড়ে ।

সোনা ফলা সে দেশের ফসলের মাঠ ,
নগরে বন্দরে বসে মানুষের হাট ,
পুকুর নদীতে মাছ শাপলা শালুক ;
সাঁঝের প্রকৃতি দেয় অনাবিল সুখ ।


হিংসা দ্বেষ ভুলে এসো ভালবাসি তারে ,
বাংলাদেশ নাম তার সেরা মানি যারে ।