ত্রাণের চাল করিস চুরি ওরে নরাধম,
থু থু দেই তোর মুখে তুই পশুর অধম।
বাড়ী গাড়ি টাকা আর কত চাই তোর,
নেতা তাই আছে তোর ক্ষমতার জোর।
বস্তিজুড়ে চলে আজ ক্ষুধার আহাজারী,
স্বল্প আয়ের মানুষেরা রয়েছে অনাহারী।
করোনা আঘাতে লন্ডভন্ড  মানবজীবন,
কেউ জানেনা কখন কার আসবে মরণ।
তবুও তোর হয়না হুশ,বিবেক জাগেনা!
গরীবের হক চুরি করতে বুক কাপেনা?