নারী তুমি নও আজ বন্দী গৃহ কোণে
নও শুধু নিগৃহিতা অবলা গৃহিণী ,
নারী তুমি নও আজ নটি বিনোদিনী
মেধা জ্ঞানে সেরা তুমি শিক্ষার অঙ্গনে ।


নারী তুমি নও শুধু স্নেহময়ী মাতা
সব কাজে আছো তুমি হয়ে নামি দামী
বাঁধা বিঘ্ন জয় করে তুমি অগ্রগামী
তুমি আজ গরবিনী ভগ্নি ও দুহিতা


নারীরা আজ প্রত্যয়ী সয়ে সব জ্বালা ,
মায়ার বাঁধন ছিঁড়ে হয়েছে উদ‍্যমী ,
জীবন চলার পথে হয়েছে সংযমী ;
গলায় পড়েছে তাই বিজয়ের মালা ।


বাঁধার প্রাচীর ভেঙ্গে নারী পায় গতি,
সফলতা হাতে পেয়ে নারী যে জয়তি।