চাইনি আমি চাইনি এমন হতে
নষ্ট জীবন চাইনি আমি পেতে,
মায়ের আঁচল ছেড়ে যখন পথে নেমেছি
প্রথম দেখায় তোমায় ভালবেসেছি ।
হেসেছিলে সেদিন তুমি ধরেছিলে হাত,
তারপর কাটিয়েছি নির্ঘুম কত রাত;
রাত ফুরালো প্রেম ফুরালো তুমি চলে গেলে,
প্রথম আঘাত হানলে তুমি আমায় দূরে ঠেলে ।
সেই থেকে আর পাইনি সঠিক দিশা,
বিরহে পুড়েছি তবু কাটেনি প্রেমের নেশা;
মুখ ফিরিয়ে নিল সবাই, হলাম আমি একা;
নষ্ট জীবন পেলাম যার সবকিছুই ফাকা ।