কত আর কষ্ট দেবে , নষ্ট মেয়ে তুমি !
প্রথম প্রেম আমার, ভুলি কেমনে আমি ?

প্রথম ভাল লাগা ,প্রথম কাছে আসা;
দুটি দেহ মিলেমিশে  আর্দ্র ভালবাসা ।

রূপের আলো জ্বেলে এলে মোর জীর্ণ কুটিরে,
তুমি যে নারী ছলনাময়ী বুঝেছি অনেক পরে ।

তোমার ছোঁয়ায় অঙ্গ আমার বিবশ হয়ে গেল,
নষ্ট তুমি জানি আমি, তবু কেন লাগে এত ভাল ।

তোমার হরিণ হরিণ আঁখি, যখন আমি দেখি ;
উতলা হৃদয় আমার, তারে কেমনে বেধে রাখি ।

সুসময়ে বন্ধু  যারা মধু লোভী  ভ্রমর তারা
প্রেমের ফাঁদে ফেলে তোমায় করলো দিশেহারা ,

দুঃসময়ের বন্ধুদের আজ গেলে তুমি ভুলে,
নষ্ট মেয়ে কষ্ট দিলে আমায় দূরে ঠেলে ।

         ( রচনা --০৯/১১/২০১৭ )