আদিম বন্য হলাম আজ আমরা দুজন ,
ভুলেছি দীর্ঘ দিনের না পাওয়ার সে যন্ত্রণা ,
তোমারে প্রাণের কাছে পেয়ে ভুলেছি বেদনা  ;
আমার সকল ইচ্ছে তাই করেছি পূরন ।
তোমার পরশ দিয়ে ভরালে আমার মন ,
যতটুকু ছিলে কাছে থেকেছো হয়ে আনমনা ,
কুকিল ডেকেছে শুধু ডাকেনি পাখি খঞ্জনা ;
প্রেমের সৌরভে ভরা  বিমোহিত কুঞ্জবন ।


আমাকে তোমার হাতে দিয়েছি একাকি ছেড়ে ,
হৃদয়ের সব টুকু প্রেম নিলে তুমি কেড়ে।


যখন ফুরিয় গেল সেই ক্ষণ মধুময় ,
হারিয়ে  গিয়েছে সব, কামনার শিহরণ ,
হৃদয়েতে ওঠে ঝড় বিরহের আলোড়ন ;
তোমাকে ফিরে পাবার নিবেদন সবিনয় ।



অক্ষরবৃত্ত ছন্দ
পর্ব বা পয়ার বিভাজন- ৮+৮ মাত্রা