জানি একদিন যেতে হবে চলে এ ভূবন ছেড়ে,
হাসিকান্নার এই সংসারে আর আসবোনা ফিরে ।,
বেঁচে গেছি আমি ডুবতে ডুবতে সমুদ্রের জলে
তাই তুমি বাঁধলে আমায়  তোমার আচল তলে ।
শেষ রক্ষা হবে কি বলো,তুমি কাছে থাকবে প্রিয়া ?
পিপাসা আমার ফুরাবে না, থরো থরো কাপে হিয়া ;
মনে হয় কি যেন পাইনি আমি, তোমার শরীর !
সেখানে দেখি অনেকের ছোটাছুটি, আমি অস্থির!
তুমি ছাড়া আমি বন্ধুহীন সে কথা কেন বোঝানা,
ভালবাসতে চাইলেই তুমি দাও শুধু ছলনা ।
তোমার পায়ের শব্দে আর কভু ঘুম ভাঙ্গবে না,  
দুঃখ সুখের স্মৃতি হয়ে তোমার মনে থাকবোনা ।
পৃথিবীর ধুলো মাটি তৃণ আমার খেলার সাথী,
সব খেলা সাঙ্গ হবে শেষে নিভবে প্রাণের বাতি ।