কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলছে
লন্ডভন্ড এ বাংলার বহু জনপদ,
বাংলার আকাশে নেমে এসেছে বিপদ ;
ফসলের মাঠ আজ প্লাবণে ডুবছে।


ভুমিকম্পের সুনামি কাঁপায় ধরণী ,
জনাকীর্ণ জনপদে আসে মহামারী
লোকালয়ে যমদূত করে বাড়াবাড়ি  ;
প্রতিরোধের প্রত্যয়ে ভাসে যে তরণী ।


বিপদের শঙ্কা জাগে বাঙালির মনে ,
তার সনে লড়ে তারা অম্লানবদনে ।


শত দুর্যোগে মানুষ করে  কত আশা,
ধরণীর বুকে তারা অতি সাধারণ,
তবু বিপদে লড়াই, করে  প্রাণপণ,—
কেটে যায় জীবনের সকল নিরাশা ।