মধ্যাহ্ন বাতাসে তপ্ত রোদের উত্তাপ
নিস্তব্ধ নিঝুম চারিধার ,
তৃষ্ণায় বুকফাটা এক দাড়কাক কা কা রবে
খুলে দেয় আমার চেতনার দ্বার ;
বেকারত্বের হতাশা লয়ে অলস দুপুর কাটাই
নিঃসঙ্গ নির্জনতায় একা ,
ক্ষুধা তৃষ্ণা স্নেহ মায়া প্রেমের আবেগ
নির্বাসিত সব , শুধু মরীচিকা !
তবু স্বপ্নেরা আসে জাল বুনে নতুনের প্রত‍্যাশায় ,
দেয় নব উদ্যমে বাঁচার তাগিদ ;
ভুলে যাই সব বেদনার স্মৃতি, অবহেলা ঘৃণা
নতুনত্বের পরশে ভাঙ্গে নীদ ।
সেই ক্ষণে তুমি এসেছিলে আমার খুব কাছে
দুপরের তপ্ত দাহ উপেক্ষা করে ,
আমি মুগ্ধ হলাম ধন্য হলাম
দুপুর আমার আলোর ছটায় উঠলো ভরে ।


             *****



গতকাল কবিতাটি পোস্ট দেয়ার পর বার বার মনে হচ্ছিল কিছু কথা অব‍্যক্ত রয়ে গেছে আর সেই অব‍্যক্ত কথাগুলো দিয়েই আজকে কবিতাটির সমাপ্তি টানলাম