বিপথে যাবে না কেউ নিয়ে শুদ্ধ জ্ঞান,
জ্ঞানি হয় সেই জন যার আছে মান ;
মানব প্রেমিক গায় সমতার গান,
মানব কল‍্যান যার এক মাত্র ধ‍্যান।
শিক্ষা বিহনে কি হয় জ্ঞান আহড়ন,
শিক্ষার আলোয় করো জ্ঞান অন্বেষণ ;
মানব কল‍্যানে মন করো উন্মোচন,
দেখ মায়া মমতার কত আয়োজন।


মানব কল‍্যানে যিনি ভূমি করে দান,
ধন‍্য সেই জন তারে করো মাল‍্যদান ;
গরীবের তরে যার কাঁদে মন প্রাণ,
তারে কি দেবে না তার যথার্থ সম্মান?
ধন জ্ঞান মান লয়ে তুমি নিরঞ্জন,
মানবতা এনে দিতে হও সচেতন।


ড: মধু মঙ্গল সিনহা এর ভূমিদান কবিতায় মন্তব‍্য করতে যেয়ে কবিতার চারটি চরণ রচনা করেছিলাম তাই এই কবিতাটি প্রিয় কবি ড: মধু মঙ্গল সিনহা কে উৎসর্গ করলাম।