নিঃসঙ্গতার হোক অবসান

নির্মেঘ আকাশে সারারাত তাকিয়ে ছিলাম অনিমেখে,
কক্ষপথ ছেড়ে এল কালপুরুষ দেখেছি খালিচোখে ;
নিশঙ্কচিত্তে শুধাই তারে সে কি পথ দেখাবে গন্তব‍্যের?
অনুজ্জল চন্দ্রালোকে সমাপ্তি হবে কি নিঃসঙ্গ প্রহরের।
সবুজ বনানী উদ‍্যান পেড়িয়ে,
সোনালী ফসলের মাঠ ছাড়িয়ে ;
হাটছি আমি এক খোলা প্রান্তরে,
প্রেমের আবেগ জাগিয়ে অন্তরে।
জনান্তিকে নয় জনাকির্ণ নগরীর কোলাহল ছাপিয়ে,
উচ্চারিত হয় তীব্র এক আর্তনাদ অশ্রুবন‍্যায় ভাসিয়ে ;
অজস্র অভিজ্ঞানে পুঞ্জীভূত বেদনা ভিড় করে হৃদয়ে,
তাহলে কি অনাকাঙ্খিত নির্জনতায় যাবে সব হারিয়ে।
মন মানেনা ফিরে পেতে চায় সে,
যা কিছু সে মনে মনে ভালবাসে ;
নিঃসঙ্গতা আর নয় এ জীবনে,
কোলাহল সদা থাক এ ভুবনে।