ইদানীং রাত্রিতে ঘুম আসেনা আমার
তন্দ্রা এলেই  দুঃস্বপ্ন শুধু আমি দেখি,
একা থাকি পথ নেই কোথাও যাবার
দুঃখ পেয়ে অশ্রুজলে ছল ছল আঁখি ।
স্বপ্নগুলো দেখি আমি বড্ড এলোমেলো
যার কোন মিল খুঁজে জীবনে পাইনা,
ভালবাসার মানুষ দূরে সরে গেলো
নিঃসঙ্গতায় থাকছি যা আমি চাইনা ।


আপন যারা এমন তারা কেন করে?
রক্তের বাঁধন ফেলে যায় দূরে সরে।


প্রিয়জন মেনে কাছে ডাকছি যাদের  ,
তারা দেখছে আমায় করুণার চোখে ;
সু সময়ে বন্ধু যারা চাইনা তাদের
জানি তারা থাকবেনা কোন দুঃখ শোকে।