ছলনায় মন মোর করে বিদারিত,
আমার আঙ্গিনা হতে নিয়েছো বিদায় ;
তোমার ছোঁয়ায় ছিল চিত্ত আমোদিত,
তুমি নাই কাঁদে মন বিরহ ব‍্যথায়।
দিয়েছিলে কত প্রেম বুক ভরা আশা,
সবই কি ছিল বল নিঠুর ছলনা?
আমি তো ভেবেছি তারে দৃঢ় ভালবাসা,
দূরে সরে আজ মোরে দিয়েছো যাতনা।


প্রেম দেয় এত ব‍্যথা আগে তো বুঝিনি,
আলেয়ার আলো হয়ে দুঃখ দেয় শুধু ;
ব‍্যকুলতা লয়ে মনে সোহাগ খুঁজিনি,
আবেগে ভেবেছি তাই কোথা যাও বধু!


তোমারে না পেয়ে আজ হয়েছি যে নিঃস্ব,
সহেনা পরানে মোর সকরুণ দৃশ্য‍।
      
          *******