কর্ণে দোলে মল্লিকা,
খাোঁপায় বিনিসুতার মালা
গাঁয়ের পথে ছুটে চলো
কে গো পল্লী বালা ?
শ্যামল বরন কন্যা তুমি
পটলচেরা আঁখি,
ইচ্ছে করে হৃদয় মাজে
তোমায় বেঁধে রাখি ।
জীর্ণ শীর্ণ তনু তোমার
যৌবন টলমল
চঞ্চলা চপলা তবু কেন
আঁখি ছল ছল ।
অঙ্গে পড়েছো সুতীর
রঙ্গিন ছাপা শাড়ী,
ভাটিয়ালী গান গেয়ে ওঠো
চিকন গলা ছাড়ি ;
তোমায় দেখি সবখানে
ঝাউ বনে কি কাশবনে,
সাঝ বেলাতে ফিরছ ঘরে
গাইছ গান আনমনে ।
তোমার পায়ের কোমল আঘাত
নরম ঘাসে লাগে,
দ্রুত চালাও পা, ফিরতে হবে বাড়ী;
সূর্য ডোবার আগে ।
গাঁয়ে যারা মন্দ মানুষ, নষ্ট করতে
তোমার কাছে আসে ,
ভয় পেয়ো না পল্লী বালা,দুঃখের দিনে
থাকবো তোমার পাশে ।