চিরসুখী মহাজন লভি পরধন ,
বিত্ত বৈভব সাধনে হৃদয় ব্যাকুল ,
প্রতিবেশী দরিদ্রকে ছাড়া করে কুল ;
আত্মতুষ্টি বুকে লয়ে থাকে সারাক্ষণ ।
উচ্চ অট্টালিকা গড়ে বিলাস বহুল ,
ক্রমশঃ প্রকাশ পায় অহংকারী মন ,
লালসায় পোড়া মন লুটে পরধন ;
প্রাচুর্য বৃদ্ধিতে কভু করে না সে ভুল ।


অর্থ সম্পদ গড়ে সে পাহাড় সমান ,
অসহায় মানুষেরে করেনা সম্মান ;
আপন ভেবে যাদের দিয়েছিল মান ,
হিংসায় জ্বলিয়া তারা কেড়ে নেয় প্রাণ ।


লুটেরা স্বজন যারা লুটে নেয় সব ,
পরিণতি দেখে তার মৃদু হাসে রব্ !


রব্ - আরবী শব্দ অর্থ সৃষ্টিকর্তা
অনিয়মিত রূপকল্প
অষ্টক পেত্রার্কীয় এবং ষষ্টক শেক্সপীয়রিয়
কখখক কখখক  গঘগঘ ঙঙ