সাজানো বাগানের তুমি রঙিন পাতাবাহার ,
হালকা সবুজ মাঝে ছেড়া ছেড়া হলুদের ছাপ ;
চঞ্চল লতা গুলো বারন্দার রেলিং পেরিয়ে
ব্যাকুল চিত্তে ছাদের কার্নিশে হামাগুড়ি দেয়
আর সূর্য কে ডাকে কাছে আয় কাছে আয় ।


বারন্দার ফুলদানিতে সুসজ্জিত তুমি রঙিন পাতাবাহার .
না না বর্ণে না না রূপে তুমি কত চমৎকার ;
গৃহ সৌন্দর্যের অপরূপ গুল্ম রঙিন পাতাবাহার ,
ফুল নেই ফল নেই কি আর তাতে ক্ষতি
অপরূপ সাজে নিজেকে সাজায় জীবনে আনে গতি ।


শীতের জৌলুস ভরা রঙিন পাতাবাহার ,
গ্রীষ্মে ও তুমি দেখাও সমান সতেজতা ;
তোমাতে খুঁজে পাই সুনিবিড় কোমলতা
পাতাবাহারী সবুজ - রঙিন স্পর্শ ক্ষতচিহ্ন তার ,
আমার ব্যালকনিতে হাসে রঙিন পাতাবাহার ।