পথিক আমি,পথে নেমেছি আজ হায় সবকিছু ছাড়ি ;
মায়া মমতার বন্ধন ছিড়ে দেব সাত সমুদ্র পারি।
আজানা গন্তব‍্য আর এলোমেলো পথচলা,
নতুন জীবন নতুনের সাথে কথাবলা ;
ভাল লাগেনা তবুও মেনে নিতে হয় সবকিছু ,
স্মৃতিগুলো শুধু ভীষণ জ্বালায় ছাড়েনা সে পিছু।
সারক্ষণ মনে পড়ে তার কথা ফেলে এসেছি যারে,
তার লাগি বিরহে কাদে মন যেতে চায় পিছু ফিরে।
জানি আর কোনদিন হায় ফেরা হবেনা সেথায়,
যা কিছু হারায় কিছু তার শুধু স্মৃতি হয়ে রয়।
সেই স্মৃতি বুকে চেপে আজ পথ চলি অজানায়,
জানিনা এই পথচলা থামবে কোন ঠিকানায়!
অজানা পথ অজানা গন্তব‍্য তবু চলবে তা নিরবধি,
মৃত‍্যুঞ্জয়ী পথিক আমি ছুটছি শতাব্দীর পর শতাব্দী।
কত লোকালয় ছাড়িয়ে কত চড়াই উৎরাই পেরিয়ে,
উত্তাল সমুদ্র সন্তরী কত পাহাড় পর্বত ডিঙ্গিয়ে ;
ছুটে চলি উদভ্রান্ত পথিকের মত  জীবনের মানে খুজতে,
বেঁচে থাকাটাই যে জীবন,আজ পথে নেমে পেরেছি তা বুঝতে।