পাঁচ হাজার বছর আগের কাহিনী
মিশরের ক্ষমতায় ছিল ফারাওরা
ছিল তার পুনর্জন্মে বিশ্বাসী বাহিনী
মৃতদেহ মমি করে রেখে দিত তারা।


সুরক্ষিত জায়গায় রেখে দিতে মমি
পাথরে পাথর জুড়ে গড়ে পিরামিড;
ফারাওর স্মৃতি মাখা গিজা মালভুমি,
ত্রিভুজাকৃতির স্মৃতি স্তম্ভ পিরামিড।


মমি করা হতো মৃত রাজা রানীদের,
ধন দৌলত খাবার দেয়া হতো সাথে ;
পিরামিড ছিল শেষ ঠিকানা তাদের,
কি অপরূপ  দেখায় পূর্ণিমার রাতে।


কত শ্রমিকের দেয়া প্রাণ রক্ত ঘামে,
গড়া হতো পিরামিড মহা মূল‍্য দামে।