দিন কেটেছে পণ্ডশ্রমে
রাত কেটেছে ঘুমে ,
ব্যর্থ জীবন হতাশা তে
থাকি এ বাসভুমে ।


ক্ষয় দেখেছি ভয় পেয়েছি
জয়ের দেখা পাইনি ,
যা পেয়েছি কম কিছু নয়
অনেকটা তার চাইনি ।


পাখির মত উড়তে চেয়ে
ডানা খুঁজে পাইনা ,
যে পথ দিয়ে চলার কথা
সে পথে তো যাইনা ।


তাই তো জীবন ছন্নছাড়া
মোষ তাড়ানোর ভাবনা ,
নিজের পকেট শূন্য করে
সুখ পাখিদের আশনা।