রং তামশায় মত্ত থেকে দেখনি
আকাশ মেঘে ঢাকা,
চোখ খুলে দেখ চারপাশে শুধু
মৃত‍্যুর বিভিষিকা।
দুর্যোগ মহামারী ক্ষমতার দ্বন্দ্বে
কতযে প্রাণক্ষয়,
দেখে শুনে মানুষেরা আজও কেন
করছে নয় ছয় ?
সময় হয়েছে সবকিছু ভুলে আজ
সঠিক পথে চলার,
হিংসা অহংকার নয় এ ক্ষণ শুধু
সত‍্য কথা বলার।
এই ধরাধামে শুধু মানুষের আছে
সতত পরাক্রম,
আপন শক্তি বলে প্রকৃতির বৈরিতা
করে সে অতিক্রম।