পৌষ এসেছে শীত নেমেছে
কুয়াশায় সব ঢাকা ,
অনেক বেলা হলো তবু
পথ ঘাট সবই ফাঁকা ।


ভোর হয়েছে দোর খুলেছে
জাগেনি সূর্যি মামা ,
খোকন সোনা তাই জাগেনি
দিচ্ছে শুধু হামা ।


পাখির কুজন যায়নি শোনা
শীত লেগেছে গায়ে ,
কাঁপন জাগে ক্ষণে ক্ষেণে
শিশির ভেজা পায়ে ।


রোদের দেখা মিলবে যখন
কুয়াশার জাল ফুড়ে ,
সুর্যি মামা হাসবে তখন
মধ্য আকাশ জুড়ে ।