পৃথিবীর মানচিত্রে ক্ষুদ্র স্বাধীন একটি দেশ
নাম হল তার বাংলাদেশ ,
সে আমার জন্মভূমি ,আমার প্রিয় মাতৃভুমি ;
বুকে তার রূপের সমাবেশ ।

মাতৃভাষা বাংলা মোদের, কত রক্ত ঝড়লো
সম্মান রাখতে তার ,
বাংলাদেশের ইতিহাস সাহিত্য সংস্কৃতি কৃষ্টি
আমাদের অহংকার ।

হাজার বছরের শোষন বঞ্চনা ,আন্দোলন
সংগ্রামের তিক্ত ইতিহাস ;
লক্ষ শহীদের রক্ত, শত সহস্র বীরাঙ্গনার
সম্ভ্রম হারানোর ইতিহাস ।

ভাষা আন্দোলন, ৬ দফা , ঊনসত্তরের
গণ অভ্যুত্থান , অসহযোগ ,
একাত্তরের ৭ই মার্চ , বঙ্গবন্ধুর ঘোষনায়
স্বাধীনতার দাবী হল যোগ ।

২৫শে মার্চের পাকহানাদারদের গণহত্যা ,
বাঙ্গালী সৈনিক করে প্রতিরোধ ,
শুরু হল মুক্তিযুদ্ধ, নয় মাসের সে যুদ্ধে
বিজয়ী হয়ে বাঙ্গালী নিল শোধ ।

বিজয় পতাকা উড়লো বাংলায় আকাশে
পেলাম মুক্ত স্বাধীন স্বদেশ ,
পৃথিবীর মানচিত্রে লিখা হল নতুন এক নাম
বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ ।