একটি নিল রঙের খামে সুগন্ধী পাতায় কাঁপা হাতে লেখা
প্রেম পত্র রেখে বুক পকেটে  সেকালের রোমিও মহল্লার
অলিতে গলিতে ঘুরে ঘুরে কাটতো তার প্রহর অপেক্ষার
অন্তরে ভাবনা ছিল তার এই বুঝি দেখা পাবে প্রিয়তমার ।


চিঠি দেয়া নেয়া সে কি উত্তেজনা দূরে থেকে চোখে চোখ রাখা
দু'জনে কাছে আসা ছিল বড্ড কঠিন, পথ ছিল যে অজানা ;
প্রেম যেন পাপ  নারী পুরুষের  মেলামেশা অবাধ ছিলনা ,
তবু ছিল প্রেম ভালবাসা  ছলনাও ছিল আর প্রতারণা ।


ডিজিটাল যুগে আজ পাল্টে গেছে মানুষের জীবনের ধারা ,
পাল্টে গেছে প্রেম ভালবাসা মায়া মমতার সুক্ষ্ম প্রতিক্রিয়া ;
ল্যাপটপ এন্ড্রোয়েট স্মার্টফোনে প্রেম ঝড় যায় যে বহিয়া,
ফেইসবুক মেসেঞ্জার ইমু হোয়াটসআপে বন্দী থাকিয়া ।


আধুনিক প্রযুক্তির আগ্রাসনে সুপারসনিক গতিধারা ,
প্রেম ভালবাসা আজ ফ্ল্যাট লিফ্ট এসি টিভি ফ্রিজে গৃহবন্দী ;
মায়া মমতা স্নেহের আবেগ সুখ স্বাছন্দ্যের সাথে করে সন্ধী ,
কোটিপতি হলে ভালবাসা পাবে  চলবেনা আর কোন ফন্দী ।