কৈশোরে প্রথম দেখা সে যেন দিঘির জলে
সদ্য ফোটা শ্বেত পদ্ম দেখে মুগ্ধ দুই নয়ন ,
সেদিন দেখেছি তারে ঝর্ণাধারা হয়ে  চলে
আঁকাবাঁকা পথ ধরে করে প্রেমের চয়ন।
যৌবনে তারে দেখেছি নদীর মত উচ্ছল
ঢেউয়ের দোলায় খায় দোল তার অঙ্গখানি ,
যখন জোয়ার আসে সে হয়ে ওঠে চঞ্চল
শঙ্কা জেগেছে আমার দেবে কি হৃদয় খানি ?


সবকিছু ভুলে তার হাত ধরি শক্ত করে ,
সব ভাল লাগা আমি পেতে চাই তার কাছে ;
মোহনায় পথ ভুলে সে যে ভিন্ন পথ ধরে ,
আমার সব চাওয়া মিশে যায় দীর্ঘশ্বাসে ।


বিদীর্ণ হৃদয় আজ বিরহ যাতনা লয়ে ,
হয়তো বা  চিরকাল তারে যেতে হবে বয়ে ।


শেক্সপিরিয় রীতির অন্ত্যমিল
৮ অক্ষরের দুই পর্বের পয়ার
মাত্রা / অক্ষর ষোল
চতুর্দশপদী