মন হতে যায় প্রেম হারিয়ে মনের কি দোষ বলো !
যে ছিল মোর হৃদয় জুড়ে সে চলে যায় দূরে ,
ছলনা আর কপটতায় ছন্দ পতন হলো ,
বিরহ ব্যথা জাগে প্রাণে বেহাগ বীণার সুরে ।


গীতিময় যে জীবন ছিল পাইনা তারে খুঁজে,
পাশে তুমি থাকতে বসে শিথিল অঙ্গ রেখে
আমার দেয়া গোলাপ তুমি রাখতে মাথায় গুজে ;
বনের পাখি গেয়েছে গান মোদের মিলন দেখে ।


আমি তখন হাত বাড়িয়ে তোমায় নিতাম টেনে ,
কাছে এসে ভেঙ্গে চুরে যাও তুমি হার মেনে  ।


এতটা প্রেম বুকে নিয়ে কি করে রও দূরে !
কি করে দাও বিরহ জ্বালা হৃদয় অন্তপুরে ?
আজ জীবনের শেষ বেলাতে খুলে হৃদয় দুয়ার ,
আর একটিবার চাই যে পেতে প্রেমের পরশ তোমার ।


স্বরবৃত্ত - পর্ব - ৪৪৪২
কখকখ  গঘগঘ  ঙঙ চচ ছছ