হৃদয় যখন প্রেমহীন হয়ে যায়, চেয়ে দেখি
মানব জীবন এক অসীম আকাশ শূন‍্যতা!
যন্ত্রণার সে তীব্র দহন থামতেই চায় না আর
শত দুঃখ বুকে লয়ে বাঁচার সে কি বন‍্যতা!
দিনের আকাশ সূর্যের আলোয় আলোকিত
সাদা কালো মেঘ ভেসে যায় সারাবেলা,
রাতের আকাশ চাঁদ তারা জোনাকির মেলা
জ্যোৎস্না মাখা রাতে আলো আঁধারের খেলা।
হৃদয় ঠুকরে কাঁদে খসে পড়া তারা দেখে
যে চলে যায় কি হবে তার স্মৃতি মনে রেখে!


মানব জীবন যেন বহমান উচ্ছল জলধি,
কখনও শান্ত নীরবে পথ চলা চেনা পথ ধরে ;
কখনও আবার উত্তাল প্লাবনে ভাসায় উপকূল,
বিরহের যন্ত্রণা গুলো হৃদয়ে এসে হামলে পড়ে।