প্রিয়তমা ক্ষম করো আমায় ,
আমি চাইনি চোখে চোখ রাখতে ,
চাইনি তোমার ঠোটের উষ্ণতা মাপতে ;
পাগলে মত ভালবাসতে তোমায় ।
তোমার হরিণ আখির ইশারা ,
তোমার মুচকি হাসির আবাহন ,
তোমার ছোঁয়ায় অঙ্গে জাগে শিহরণ ;
আমি হলাম দিশেহারা ।
প্রিয়তমা ক্ষম করো আমায় ,
আমি চাইনি তোমর বুকে হাত রাখতে ,
চাইনি তোমার নাভির নিচে গিরিগুহায় নামতে ;
কষ্ট দিতে চাইনি তোমায় ।
প্রিয়তমা ক্ষম করো আমায় ,
চাওয়া পাওয়ার দোলায় দুলে ,
হৃদয়ে তোমার দমকা হাওয়ার ঝড় তুলে ;
সারাজীবন মনের মাজে রাখবো তোমায় ।