অনেকটা পথ পারি দিতে হবে, যেতে হবে বহুদূরে ;
অজানা অচেনা পথে, যেতে হবে লোকালয় ছেড়ে ।
ঠিকানা জানা নেই আমার, নেই কোন সঙ্গী পথচারী ;
নিংশব্দে আমার এ পথচলা, যেতে হবে প্রিয়জন ছাড়ি ।


পৃথিবীর বুকে রাতদিন চলে আলো আধারের খেলা,
তারই মাজে ছুটে চলা, অথই সাগরে ভাসাই ভেলা ।
মরণ-বনের গহীন অন্ধকারে নিজেরে দেখতে পাইনা,
আবর্জনার বোঝা মাথায় নিয়ে আর পথ চলতে চাইনা ।


ব্যর্থতার গ্লানি লয়ে দিনগুলো কাটাতে চাইনা আর ,
লক্ষ্যে আমায় পৌছতে হবে  বিকল্প নেই তার ।
ভ্রাতৃত্ব প্রেমের মালা হাতে পৃথিবীতে করি বিচরন ,
সবার মাঝে সাম্য মৈত্রী মানবসেবার চাই জাগরন ।


                             ( রচনা --০৮/১১/২০১৭ )