ভালবাসি আমি সূর্যোদয় ঊষার আলোর ঝলকানি ,
ঘাসের ডগায় শিশির কণা মুক্তো ঝরার চমকানি ;
দিনের শুরু প্রভাত বেলায় পাখিরা করে গুঞ্জরণ ,
হালকা হাওয়ায় আকাশ জুড়ে সাদা মেঘের সন্তরণ ।

ভালবাসি আমি ধানক্ষেত সোনালী ফসলে ভরা ,
হলুদ সর্ষে ফুলে রঙিন প্রজাপতি বসায় স্বয়ম্ভরা ;
দিঘির জলে পদ্ম ফোটে শাপলা শালুকের পাশে ,
মুগ্ধ আমি কদম ফুলের বাহারে বৃষ্টি যখন আসে ।

ভালবাসি আমি গোলাপ জবা বকুল ফুলের মালা ,
হাস্নহেনা সুবাস ছড়ায় কৃষ্ণচূড়া দেয় বিরহ জ্বালা ;
যখন দেখি রৌদ্র তাপে সবুজ পাতা হলুদ হয়ে ঝরে ,
তখন আমি ক্লান্ত পথিক বটের ছায়া মাথায় পড়ে ।

ভালবাসি আমি শীতের কুয়াশা রাতভর কাথামুড়ি ,
দাদু নানুর গল্প শোনা চরকা কাটা চাঁদের বুড়ি ;
অতীত এখন শুধুই স্মৃতি নয়া প্রযুক্তির কল্যাণে ,
প্রকৃতি প্রেম তাই বন্দী এখন জ্ঞান আর বিজ্ঞানে ।