মাতৃভুমি বাংলাদেশ প্রকৃতির দান,
রূপ দেখে তার নাচে বাঙ্গালীর প্রাণ ;
নদী নালা খালে বিলে ভরা এই বাংলা,
প্রাণের চেয়েও প্রিয় বাংলা বর্ণমালা।
ফুলে ফলে সুশোভিত পাখীদের মেলা,
প্রজাপতি গাং ফড়িং হেথা করে খেলা ;
ষড়ঋতুতে এ দেশ ধরে নানা রূপ,
সবুজ শ‍্যামলে ভরা রূপে অপরূপ।


বাংলার রূপ দেখিয়া জুড়ায় নয়ন,
গ্রীষ্মের প্রকৃতি রুদ্র, বর্ষায় প্লাবন ;
শরতের কাশবন দোলা দেয় মনে,
হেমন্ত শীত বসন্তে প্রেম জাগে প্রাণে।
প্রিয় এই বাংলা যেন রূপবতী কন‍্যা,
যত দেখি তারে মনে হয় সে অনন‍্যা।