যেখানে আটকে আছে সকলের চোখ
সেখানে ক্রমশঃ জমে ধূমায়িত শোক,
মেঘলা আকাশ কাঁপে অগ্নির উল্লাসে,
অগ্নিগিরি বিস্ফরিত হয়ে যেন আসে।
রুদ্র মুরতি তাহার হেরিয়া নয়ন ,
বিচলিত মন প্রাণ বিরহ চয়ন ;
গ্রীষ্মের খরতাপে যে পাতা রা ঝরেছে,
তাদের ভেজাতে বুঝি বাদল হেসেছে।

নদীর তরঙ্গে জাগে ঢেউ আর ঢেউ ,
তাহারে থামাতে পারে আছে নাকি কেউ !
অসম্ভব বেদনা রা প্রাণে মিশে রয়,
অন্তরে  জাগ্রত হয় হারাবার  ভয়।
প্রকৃতির বৈরীতায় বিপন্ন জীবন,
প্রতিরোধে মানবেরা খোঁজে সঞ্জীবন।