সহস্র বর্ষ পরও সেই ভয়ঙ্কর
প্রলয় আসেনি এই ধরিত্রীর বুকে ,
সভ্যতার আগ্রাসন সে দেয়নি রুখে
যার প্রচণ্ড প্রতাপে বিধ্বস্ত নগর ।


বহু যুগ কেটে গেছে  দেখিনি প্লাবন ,
যার স্রোতে হারায়নি কোন জনপদ ,
সাময়িক ব্যবধানে কেটেছে বিপদ ;
ভূমিকম্প  ঘূর্ণি ঝড়ে ধ্বংস আবাসন ।


পৃথিবী ক্রমশঃ হবে নি রব নিঝুম .
এমন বার্তায় দিন কেটেছে নির্ঘুম ।


মহা মারি বার বার এসেছে ধরায় ,
মৃত্যুর বিভীষিকা কম্পিত মানব ;
তবু থামেনি মানুষ চলে দৃঢ় পায় ,
নয়া আবিষ্কারে বাঁধে প্রকৃতি দানব ।