গাছের পাতা নড়ে চড়ে
মৃদু হাওয়া বয় ,
ছোট্ট পাখির কিচির মিচির
কত কথা কয় ।


প্রজাপতি করছে খেলা
ফুলকুঁড়িদের সনে ,
পরিযায়ী পাখিরা সব
ঘুরছে বনে বনে ।


আকাশ জুড়ে মেঘ জমেছে
বৃষ্টি বুঝি নামবে,
কদম ফুলের শোভা দেখে
খুকু র কান্না থামবে।


আঁকা বাঁকা পথের ধারে
বটের ছায়া পড়ছে,
তারই তলে ক্লান্ত পথিক
একটু আরাম করছে।


উষার আলোয় আলোকিত
প্রিয় বসুন্ধরা ,
সন্ধ্যা শেষে আঁধার নামে
জাগে চন্দ্র তারা ।