প্রণয় বিহীন সভ্যতাকে
চাইনা ভালবাসতে ,
প্রাচীন প্রেমের বিরহকথা
চাইনা আর শুনতে ।
প্রণয়ের বাঁধনে নিজেকে
চাইনা কখনও জড়াতে ,
তবু কেন প্রেম আসে মনে
দুঃখ জ্বালা বাড়াতে ?
একবার নয় বার বার আমি
একই ভুল করেছি ,
প্রথম দেখেই মুগ্ধ হয়ে
মন দিয়ে ফলেছি ।
ভালবেসে যখনই প্রিয়ার
হাত ধরতে চেয়েছি ,
ছল করে সে দূরে থেকেছে ,
কষ্ট আমি পেয়েছি ।
রূপের পূজারী পাগলমনা
রূপ দেখলেই মজে যাই ,
একতরফা প্রেমে মজে আমি
বার বার  শুধু দুঃখ পাই ।
চাইনা আর প্রেমে পড়তে
চাই শান্ত মনে থাকতে ,
চাইনা আর রূপে মজতে
চাই সত্যি সত্যি ভালবাসতে ।