প্রশ্ন শুধু একটাই আজ, কাছে পেতে
চাইলাম যারে, সে কেন রয় দূরে সরে?
ছল করে সে রইলো দূরে, পেলাম না আর
কাছে তারে, আঁধার নামে আমার ঘরে।
জানেনা মন থামবে কখন এ পথ চাওয়া!
চাইলেই কি সব, এক জীবনে যায় কি পাওয়া?
ভুলে যাওয়ার মন্ত্র দিলে, চাইলেই কি যায়
ভুলে থাকা, বিষাদে মন যায় হারিয়ে,
দুঃখ গুলো যন্ত্রণা দেয় মন গহিনে
হতাশা গ্লানির বজ্রপাতে বৃষ্টি ঝরিয়ে।