যে প্রতিমা গড়িয়াছি অন্তরে আমার,
ঠাগর ঠাগর আঁখি লজ্জাবতী লতা ;
পরনে ঢাকাই শাড়ী রঙের বাহার,
আঁচলে ঢাকিয়া মুখ খুব অনুগতা।


লম্বা গলা লম্বা চুল লম্বা তার নাক,
লম্বা হাতের আঙ্গুল বড় ভাগ্যবতী ;
গুন গুন করে যেন কুকিলের ডাক,
মায়া ভরা দৃষ্টি তার খুব গুনবতী ।


হাসি যেন মুক্তো ঝরা রান্নাতেও দক্ষ,
কোমল অঙ্গ তাহার ভেজা দুটি ঠোঁট ;
সুগঠিত কটিদেশ পিনোন্নত বক্ষ,
কোমল চরণ ফেলে খায় সে হুঁচোট।


মানবী নও অপ্সরী ভাবিয়া আকূল ,
তাহারে টানিতে কছে হৃদয় ব্যাকুল ।