( লিমেরিক ছন্দে )


গায়ে যখন মাখলে পথের ধুলা ,
পথিক থামলো কেন তোমার পথচলা ?
হঠাৎ কেন থমকে তুমি গেলে ?
কিসের আশায় পথে নেমেছিলে ?
পথ হারিয়ে তুমি কি হলে আত্মভোলা ?


ইচ্ছে ছিল নিজেকে নিয়েই থকবে ভাল ,
ঘরের কোনে বসে ছিলে নিভিয়ে আলো !
নামলে কেন পথে
কাউকে না নিয়ে সাথে ?
এখন তোমার একুল ওকুল দুকুল গেল !


ভীরু তুমি, পিছিয়ে যাবে কষ্ট পেয়ে ?
ভাবনা কিসের , এগিয়ে চলো নির্ভয়ে ;
লক্ষ্য করো ঠিক ,
ভূল করোনা দিক :
দেখবে তখন তুমি ফিরছো জয়ী হয়ে ।