মিথ্যে নয়গো সত্যি বলছি
আছে মোদের পুঁজির স্বল্পতা,
কাজে কর্মে তাইতো আজ
আছে হরেক রকম ব্যর্থতা ।


অর্থকরী পাচার করে বিদেশে
উন্নয়নের চাকা দেই থামিয়ে,
অতিলোভে করে মজুতদারী
দেশে দ্রব্যমূল্য দেই বাড়িয়ে ।


আরও অনেক মহান কাজকর্মে
সিদ্ধহস্ত এখন আমরা অনেকে,
মাদকের ব্যবসা করে টাকা কামাই
নেশাগ্রস্ত করি নিজের ছেলেকে ।


পড়ালেখা ছেড়ে ছেলেমেয়েরা
ফেইসবুকে, নেটে শুধু চ্যাট করে,
পরীক্ষা এলে গুরুজন আমরা করি
হেল্প তাদের প্রশ্নপত্র ফাস করে  ।